باب ناين
X اغلاق

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় অভিবাসীরা ‘আতঙ্কে’


شارك من خلال

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনান্ড ট্রাম্পের এগিয়ে থাকার খবর প্রকাশের পর পর প্রতিবেশী দেশ কানাডার ইমিগ্রেশন সাইটে ভিড় বেড়ে গেছে। এত বেশি মানুষ এই সাইট ঢুকছে যে তা সাইটটির ধারণক্ষমতাও অতিক্রম করে যাচ্ছে কখনো কখনো। আর এ কারণে সাইট ডাউনও হয়ে যাচ্ছে কখনো কখনো।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর্থিক সুবিধার আশায় নানা কৌশলে যুক্তরাষ্ট্রে যাওয়া অবৈধ অভিবাসীদের প্রতি ট্রাম্প ‘নির্দয়’ হবেন- এমন ধারণা


তিনি আগেই দিয়েছেন। এ কারণে অবৈধ অভিবাসীদের মধ্যে তাকে নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেই। আর নির্বাচনের প্রাথমিক ফলাফল আসার পর থেকেই আশেপাশের আর্থিকভাবে শক্তিশালী দেশগুলোর বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন তারা।

ট্রাম্পের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর পর অনেক মার্কিনীকে যুক্তরাষ্ট্র ছেড়ে কানাডায় চলে যাওয়ার কথাও বলতে শোনা যাচ্ছে।

এর মধ্যে কানাডার ইমিগ্রেশন সাইট ক্র্যাশ করার বিষয়টি এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরুতেও ট্রাম্প যখন তার নিশ্চিত বিজয়ের কথা ঘোষণা করেছিলেন তখনো কানাডার অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট ক্র্যাশ করে। তখনো ‘কীভাবে কানাডায় যাওয়া যাবে’ এই কথা লিখে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছিল ওয়েবসাইটে।

এবারো ট্রাম্পের জয়ের সম্ভাবনার খবরে যুক্তরাষ্ট্রে ‘ইমিগ্রেট’ শব্দ লিখেই সবচেয়ে বেশি সার্চ দেয়ার ঘটনা ঘটেছে বলে টেলিগ্রাফ প্রতিবেদন প্রকাশ করেছে।

Music
News Theme 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution license