باب ناين
X اغلاق

এবার বিএনপিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে অভিহিত করেছে কানাডার আদালত BNP terrorist organization called


شارك من خلال

বিএনপিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে অভিহিত করেছেন কানাডার আদালত
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’- বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে কানাডার ফেডারেল কোর্ট।

বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশি নাগরিকের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেওয়ার বিরুদ্ধে দায়ের করা জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে গিয়ে ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে বিচারক এই মন্তব্য করেন।

কানাডা সরকার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি বলে আবেদনকারীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেও বলেন তালিকাভুক্তির বিষয়টি সম্পূর্ণ আলাদা বিষয়। এটি কানাডার গভর্নর কাউন্সিল ঠিক করে। তার সঙ্গে রাজনৈতিক ইস্যু জড়িত থাকে। আমি এই যুক্তি গ্রহণ করছি না। কানাডা তালিকাভুক্ত করেনি বলেই বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে ইমগ্রেশন অফিসার সিদ্ধান্ত নিতে পারবেন না- এমন কোনো যুক্তিও এই মামলায় আসেনি।

ফেডারেল কোর্টের বিচারক হেনরি এস ব্রাউন গত ২৫ জানুয়ারি এই রায় দেন। জুডিশিয়াল রিভিউ আবেদন নিষ্পত্তি করতে গিয়ে তিনি বাংলাদেশের রাজনীতি বিএনপির পরিচালিত লাগাতার হরতাল এবং হরতালকে কেন্দ্র করে পরিচালিত সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। সম্প্রতি এই রায়ের লিখিত কপি প্রকাশ পেয়েছে।

প্রসঙ্গত মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী নামে ঢাকার মীরপুরের স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর তিনি ফেডারেল কোর্টে এই জুডিশিয়াল রিভিউর আবেদন করেন।

রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণ করে ২০১৫ সালের ২৮ এপ্রিল তাকে স্থায়ী বাসিন্দা হিসেবে প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হলেও ২০১৬ সালের ১৬ মে কানাডায় প্রবেশের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়। বিএনপির সদস্য হওয়ায় তাকে কানাডায় প্রবেশের অনুপোযুক্ত হিসেবে ঘোষণা করে বলা হয়- ‘বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল লিপ্ত আছে বা লিপ্ত হবে এটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে।

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা কানাডার ক্রিমিনাল কোডের ধারা তুলে ধরে বলেন ‘বিএনপির ডাকা হরতাল বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব ফেলে। বিএনপি কর্মীদের হাতে মালামালের ক্ষয়ক্ষতি ছাড়াও মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটে। আমি লক্ষ্য করেছি অতীতে কোনো কোনো ঘটনায় বিএনপির নেতৃত্ব নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং সন্ত্রাসী তৎপরতার নিন্দা করেছে। কিন্তু বিএনপির দাবি দাওয়া সরকারকে মানতে বাধ্য করতে লাগাতার হরতালের কারণে সৃষ্ট সহিংসতা প্রমাণ করে এটি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদের বাইরে চলে গিয়েছে।

FreshBreath Networks is true youtube channel here you will get latest breaking world newsSports newsEntrainment newsfunny videos and many more

BNP is a terrorist organization called the Canadian Court
Bangladeshs major political parties the Bangladesh Nationalist party Federal Court of Canada called as a terrorist organization

A Bangladeshi citizen being a member of the partys political asylum application for judicial review filed against the appeal to the immigration officers decision upholding the settlement the judge said

BNP has listed as a terrorist organization by the Canadian government that the applicant agreed with the statement that the listing is a completely different matter Canadas Governor in Council determines He is involved in a political issue I do not accept this argument Canada has listed as a terrorist organization as a party imagresana officer can decide whether to consider the argument that this was not the case

Henry S Brown a Federal Court judge ruled last January 5 Judicial review of the application he disposed of the politics the party led by the strike and strike his own observations about terrorist activities directed highlighted Written copy of the verdict has been released recently

In fact the name of Mohammad Jewel Hossain of Dhakas Mirpur an employee volunteer group rejected asylum after he applied for judicial review to the Federal Court

015 8 April asylum application was accepted as a permanent resident of the first stage of the 016 approved on May 16 was declared ineligible to enter Canada As a member of the party was declared inappropriate for him to enter Canada explains how the BNP was involved in terrorist activities are involved in or have reason to believe it will become

Canadian immigration officials to argue in favor of this decision the relevant section of the Criminal Code highlights the BNP called the strike a significant detrimental impact on the economy In addition to the damage to the cargo and the death of BNP activists were injured in the incident I noticed in the past has denied any involvement in the incident the partys leadership and condemned terrorist activities But the partys demands to force the government to accept that the violence caused by the strike its gone beyond constitutional means of peaceful protest

-~-~~-~~~-~~-~-
Please watch “মিনারেল ওয়াটার” এর নামে আমরা কি খাচ্ছি সাবধান হোন ভাল থাকুন।